মোংলা প্রতিনিধি-
দীর্ঘ অপেক্ষার পালা শেষে মোংলা-যশোর রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হচ্ছে। ১ জানুয়ারি দুই জোড়া কমিউটার ট্রেন চলুর মধ্যে দিয়ে এ এলাকার মানুষের স্বপ্ন পূরণ হতে চলেছে। খুলনা রেলওয়ে স্টেশন মাস্টার মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইংরেজি নতুন বছরের প্রথম দিনে দেশের এই নতুন রুট মোংলা-যশোর থেকে দুই জোড়া কমিউটার ট্রেন দিয়ে প্রথম যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে। চালুর দিনে মোংলা স্টেশন থেকে প্রথম কমিউটার ট্রেন ছাড়বে সকাল ১০টা ৪৫ মিনিটে, ট্রেনটি যশোর স্টেশনে পৌঁছাবে দুপুর ১টা ৫ মিনিটে, যশোর স্টেশন থেকে দুপুর ১টা ৫৫ মিনিটে ছেড়ে মোংলা পৌঁছাবে বিকেল ৪টা ২৫ মিনিটে। মোংলা স্টেশন থেকে ট্রেন ছাড়বে বিকেল ৪টা ৫০ মিনিটে, যশোর স্টেশনে পৌঁছাবে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে।
যশোর থেকে মোংলা পর্যন্ত ট্রেনের ভাড়া ধরা হয়েছে শোভন সাধারণ ১২৫ টাকা, শোভন চেয়ার ১৫০ টাকা ও প্রথম শ্রেণির সিট ২০০ টাকা।
সরকার ২০১০ সালে মোংলা বন্দরকে রেল নেটওয়ার্কে সংযুক্তির পাশাপাশি সুন্দরবনকেন্দ্রীক পর্যটন, দেশের অভ্যন্তরসহ ট্রানজিট সুবিধার আওতায় ভারত, নেপাল ও ভুটানে আমদানি-রপ্তানি পণ্য সাশ্রয়ী মূল্যে পরিবহন করতে খুলনার ফুলতলা রেলস্টেশন থেকে মোংলা বন্দর পর্যন্ত প্রায় ৯০ কিলোমিটার ব্রডগেজ রেলপথ নির্মাণ প্রকল্প হাতে নেয়। ১ হাজার ৭২১ কোটি টাকা প্রকল্পটি ৩ বছরে শেষ হওয়ার কথা থাকলেও ১৩ বছর শেষ নির্মাণ ব্যয় বেড়ে দাঁড়ায় ৪ হাজার ২৬০ কোটি টাকায়। খুলনার ফুলতলা থেকে মোংলা বন্দর পর্যন্ত দেশের নতুন এই রেলপথে ৯টি স্টেশন রয়েছে।
গত ২ নভেম্বর খুলনার ফুলতলা স্টেশন থেকে মোংলা নতুন রেল পথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উদ্ধোধনের প্রায় দুই মাস পর দুই জোড়া কমিউটার ট্রেন দিয়ে শুরু হবে প্রথম রেল চলাচল।







