Friday, December 5, 2025

পুলিশ ও মাদকদ্রব্য বিভাগের হাতে ফেনসিডিল উদ্ধার ও নারীসহ গ্রেফতার দু’জন যশোরে

বিশেষ প্রতিনিধি: পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেলের সদস্যরা আলাদা অভিযান চালিয়ে ১৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এ সময় মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,যশোর সদর উপজেলার রাজারহাট রামনগর মোল্যারপাড়ার মৃত খালেক মোল্যার ছেলে শুকুর আলী ও শহরের ষষ্টিতলা বিপি রোডস্থ সেকেন্দার আলীর মেয়ে ও হাফিজুর রহমানের স্ত্রী রেখা বেগম। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় আলাদা দু’টি মামলা হয়েছে।
সদর পুলিশ ফাঁড়ির এসআই শরিফুল ইসলাম জানান,সোমবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে শহরের কাঠেরপুল বারান্দী পাড়া কদমতলার পাকা রোডের মনু বেকারীর সামনে থেকে শুকুর আলীকে গ্রেফতার করে। পরে তার দখল হতে ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করে। অপরদিকে,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেলের সদস্যরা একই দিন দুপুরে শহরের ষষ্টিতলা রেখা বেগমের বাড়িতে অভিযান চালায়। এ সময় রেখা বেগমকে গ্রেফতার করে। পরে তার দখল হতে ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর