মণিরামপুরের কাটাখালি গ্রামে চাঁদার টাকা না দেওয়ায় এক নারীর বাড়িতে হামলা-ভাংচুর, নির্মাণ সামগ্রী ও গরু লুট করার অভিযোগে ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
মামলার বাদী লিপি বেগম জানান, তিনি গত ১৭ অক্টোবর কাটাখালি গ্রামের মিজানুর রহমানের কাছ থেকে ২৬ শতক জমি কেনেন। এরপর তিনি এ জমিতে ঘরবাড়ি করে বসবাস শুরু করেন। সম্প্রতি তিনি এ জমিতে একটি পাকা ভবনের কাজ শুরু করেন। বাড়ির নির্মাণ করতে দেখে আসামিরা লিপি বেগমের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা না দেওয়ায় আসামিরা বাড়ি দখলের ষড়যন্ত্র শুরু করে।
বিষয়টি জানতে পেরে গত ২৮ নভেম্বর নির্বাহী আদালতে একটি মামলা করা হয়। এ মামলার সংবাদ জানতে পেরে আসামিরা ক্ষিপ্ত হয়ে নানাভাবে ভয়ভীতি দিয়ে আসছিলেন। ২৯ নভেম্বর সকালে আসামিরা বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে চাঁদার ৫ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় আসামিরা ঘর নির্মাণের জন্য এনে রাখা ৪০ বস্তা সিমেন্ট ও একটি গরু চাঁদা হিসেবে নিয়ে যায়।
এ ঘটনায় থানায় অভিযোগ দিলে রেকর্ড না হওয়ায় লিপি বেগম মঙ্গলবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়ার আদালতে মামলা করেন। আদালত অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন মণিরামপুর থানার ওসিকে।
মামলার আসামিরা হলেন, কাটাখালি গ্রামের মইজ উদ্দিনের ছেলে ওমেদ আলী, মুজিবর রহমান ও তার ছেলে শিমুল হোসেন এবং দুই ছেলে নুরুজ্জামান রুবেল ও শাহজাহান আলী।
রাতদিন সংবাদ







