Saturday, December 6, 2025

যশোরে পাঁচ থানার ওসির রদবদল

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের পাঁচ ওসিসহ সারাদেশের ৩৩৮টি থানার ওসিকে একযোগে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলামের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এর আগে, এদিন বিকেলে সারাদেশের ৩৩৮ থানার ওসিকে বদলির প্রস্তাব অনুমোদন দেয় নির্বাচন কমিশন (ইসি)। তাদের মধ্যে যশোরে পাঁচ থানার ওসির রদবদল হয়েছে।

তারা হলেন,ঝিকরগাছার ওসি সুমন ভক্তকে বেনাপোল পোর্ট থানায়, বেনাপোল পোর্টথানার ওসি কামাল হোসেন ভূইয়াকে ঝিকরগাছা থানায়, শার্শার এসএম আকিকুল ইসলামকে অভয়নগর থানায় , অভয়নগর থানার ওসি এবিএম মেহেদী হাসানকে মণিরামপুর থানায় ও মণিরামপুর থানার ওসি মনিরুজ্জামানকে শার্শা থানায় স্থানান্তর করা হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে যেসব ওসি বর্তমান কর্মস্থলে ছয় মাসের বেশি সময় ধরে চাকরি করছেন, প্রথমে তাদের ও পরে পর্যায়ক্রমে সারাদেশে ওসি বদলির নির্দেশ দেয় নির্বাচন কমিশন।

মন্ত্রিপরিষদ সচিব ও আইজিপিকে চিঠি পাঠিয়ে ৫ ডিসেম্বরের মধ্যে ওসিদের বদলির প্রস্তাব ইসিতে পাঠাতে নির্দেশ দেয়া হয়েছিলো। পরে নির্বাচন কমিশন বদলির প্রস্তাব পাঠাতে আরো তিন দিন সময় বাড়ায়।

সারাদেশে বদলি হলেন যারা..

বিশেষ প্রতিনিধি

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর