Saturday, December 6, 2025

যশোরে ব্যবসায়ীর কাছে চাদাদাবি ও মারপিটের অভিযোগে যুবক আটক

যশোরে ব্যবসায়ীর কাছে চাঁদাদাবিকে মারপিটে সময় হাতে নাতে এক যুবককে ধরে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। আটক শাকিল খান সদর উপজেলার সুজলপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় কোতোয়ালি থানায় ছয়জনের মামলা করেছেন সদর উপজেলার খোলাডাঙ্গা গ্রামের ভুক্তভুগি ব্যবসায়ী শেখ ইমরান।

এই মামলার পলাতক অন্য আসামিরা হলেন, আরবপুর কলুপাড়ার ইমরান, ধর্মতলার শান্ত ও সুজন, আরবপুর মাঠপাড়ার দ্বিপন ওরফে ডাবল ও একই এলাকার সাগর।

বাদী শেখ ইমরান মামলায় উল্লেখ করেছেন, তিনি সদর উপজেলার খোলাডাঙ্গার বাসিন্দা। ধর্মতলা মোড়ে রাজা এন্টার প্রাইজ নামে তার একটি রড ও সিমেন্টের দোকান রয়েছে। আসামিরা এলাকার উশৃঙ্খলা প্রকৃতির।

তারা দীর্ঘদিন ধরে বাদীর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। না দেয়ায় বাদীকে তারা হত্যার হুমকি দিয়ে আসছিল। গত ৪ ডিসেম্বর সকাল সাড়ে ৭টার দিকে আসামিরা বাদীর দোকানের সামনে আসে। এসময় চাঁদার টাকা না দেয়ায় পকেট থেকে চাকু বের করে বাদী শেখ ইমরানকে হত্যার চেষ্টা করে। ইমরানের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অন্যরা পালিয়ে গেলেও শাকিল ধরা পরে। পরে গণধোলঅই দেয় স্থানীয়রা। এরপর পুলিশে খবর দিয়ে তাকে থানায় সোপর্দ করা হয়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর