Saturday, December 6, 2025

কেশবপুরে ৩ জনের মনোনয়ন ফরম সংগ্রহ

মোঃ জাকির হোসেন, কেশবপুর : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৬ কেশবপুর আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেলেন শাহীন চাকলাদার। তার বিপক্ষে আওয়ামীলীগের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার লক্ষে ২৭নভেম্বর সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার তুহিন হোসেন এর নিকট থেকে তিন জন প্রার্থী মনোনয়ন ফর্ম সংগ্রহ ও এক জন জমা প্রদান করেন। তারা হলেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম , সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন ও উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার হোসাইন মোহাম্মদ ইসলাম।

একই দিন যশোর-৬ কেশবপুর আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে সোমবার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার তুহিন হোসেন এর নিকট মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক খন্দকার আব্দুল আজিজ । তিনি জেলা পরিষদের সদস্য থেকে পদত্যাগ করেছেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর