Saturday, December 6, 2025

কেশবপুর থানা পুলিশের অভিযানে আটক ৫

কেশবপুর প্রতিনিধি: কেশবপুর থানা পুলিশ ২৬ নভেম্বর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আদালতের সাজাপ্রাপ্ত আসামিসহ ৫ জনকে গ্রেফতার করেছে।

আটককৃতরা হলেন আদালতের সাজাপ্রাপ্ত আসামি বসুন্তিয়া গ্রামের মৃত মিরাজ আলী সরদারের ছেলে সাইফুল কবির (৩৫), সাবদিয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে বাবুল হোসেন (৩৫), দোরমুটিয়া গ্রামের ইসমাইল খার ছেলে মুনসুর আহমেদ (৪০), বারুইহাটি গ্রামের জালাল মোল্লার ছেলে মুজাহিদুল মোল্লা (৪৫) এবং ওয়ারেন্টভুক্ত বরণডালী গ্রামের মৃত আশরাফ আলী শেখের ছেলে হারুন-অর রশিদ (৩২) কে গ্রেফতার করে।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম সাংবাদিকদের বলেন আদালতের সাজাপ্রাপ্ত আসামিসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ২৭নভেম্বর সকালে গ্রেফতারকৃত আসামিদের যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর