সিলেটের জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের বরকতপুরস্থ শিঙ্গাইরকুড়ি ছাহেব বাড়ী সংলগ্ন মান্নানীয়া মাদ্রাসা প্রাঙ্গণে আগামী ১লা জানুয়ারি ২০২৪ ইংরেজি রোজ সোমবার সুলতানুল আরেফিন, কুতবুল আউলিয়া শাহ সূফী আল্লামা আব্দুল মান্নান চৌধুরী শিঙ্গাইরকুড়ি ছাহেব (রহ.) এর ৪৩ তম ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে।
মাহফিলে সভাপতিত্ব করবেন পীরে কামিল আল্লামা লুৎফুর রহমান চৌধুরী পীর ছাহেব শিঙ্গাইরকুড়ি। তরবিয়ত প্রদান করবেন মাওলানা ফজলুর রহমান চৌধুরী ছাহেবজাদায়ে শিঙ্গাইরকুড়ি (রহঃ)।
মাহফিলে তাশরীফ আনবেন দেশ বিদেশের প্রখ্যাত আলিম-উলামা, পীর-মাশায়েখ, ইসলামী চিন্তাবিদগণ।
মাহফিলের উদ্দেশ্য হলো শাহ সূফী আল্লামা শিঙ্গাইরকুড়ি ছাহেব (রহ.) এর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাঁর আদর্শ ও শিক্ষার প্রচার-প্রসারের মাধ্যমে সমাজে সত্য, ন্যায়, ন্যায়পরায়ণতা ও মানবতার প্রতিষ্ঠা করা।
মাহফিলে সকল শ্রেণী-পেশার মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।







