Saturday, December 6, 2025

রাতদিন নিউজের প্রতিনিধি আযম খান অসুস্থ

রাতদিন নিউজের প্রতিনিধি ফোরামের সহ সভাপতি ও বিশেষ প্রতিনিধি আযম খান অসুস্থ হয়ে যশোর ২৫০ শয্য হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন।

আযম খানের স্বজনরা জানান, আযম খান শুক্রবার (২৫ নভেম্বর) রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে যশোর ২৫০ শয্য হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে রেফার্ড করা হয়।

আযম খান রাতদিন নিউজের একজন অভিজ্ঞ সাংবাদিক। তিনি দীর্ঘদিন ধরে বাঘারপাড়া থেকে রাতদিন নিউজের হয়ে প্রতিবেদন লিখে আসছেন।

রাতদিন নিউজের সম্পাদক ও প্রকাশক মিরাজুল ইসলাম ও রাতদিন পরিবারের সাংবাদিকরা আযম খানের সুস্থতা কামনা করেছেন।

রাতদিন নিউজের ফোরামের সম্পাদক অমল কৃষ্ণ পালিত বলেন, আযম খান একজন দক্ষ ও নিষ্ঠাবান সাংবাদিক। তার অসুস্থতা আমাদের জন্য হৃদয় বিদারক। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি।

এদিকে আযম খানের সুস্থতা কামনা করেছেন রাতদিন নিউজ পরিবার।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর