মোঃ জাকির হোসেন, কেশবপুর: কেশবপুর উপজেলার মাদারডাঙ্গা গ্রামের জাহিদ হাসান বাবুর মেয়ে পাঁজিয়া ডিগ্রী কলেজের ছাত্রী তামান্না আক্তার তমা (১৮)এর এইচএসসি পরীক্ষার রেজাল্ট আর জানা হলো না।
আজ ছিল এইচএসসি রেজাল্ট প্রকাশের দিন। ভোরে নিজের ঘরের আড়ায় ঝুলে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে বলে পরিবার সূত্রে জানা গেছে। এঘটনায় থানায় একটি অপমুত্যু মামলা হয়েছে।
কলেজ ও এলাকাবাসির সূত্রে জানা গেছে তামান্না আক্তার তমা এবছর কেশবপুর উপজেলার পাঁজিয়া ডিগ্রী কলেজের বিএম শাখা থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে ছিলো। তার আশংকা সে পরীক্ষা ভালো ফলাফল করতে পারছে না ,এই ধারনা নিয়েই সে আত্নহত্যা করে। পাঁজিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ রুহুল আমিন জানান তামান্না একজন মেধাবী ছাত্রী সে ৪.৯২ পেয়ে পাশ করেছে। সে কি কারনে সে আত্নহত্যা করলো সেটা তিনি জানেননা। কেশবপরু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জহিরুল আলম সাংবাদিকদের বলেন থানায় একটি অপমুত্যু মামলা হয়েছে। কারও কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।







