Saturday, December 6, 2025

আবারো  বাঘারপাড়া সিদ্দিকীয়া ফাযিল ( ডিগ্রি)  মাদ্রাসার সাফল্য

স্টাফ রিপোর্টার:আবারো  বাঘারপাড়া সিদ্দিকীয়া ফাযিল ( ডিগ্রি)  মাদ্রাসার সাফল্য। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন অনুষ্ঠিত ২০২৩ সালের আলিম পরীক্ষায় বাঘারপাড়া সিদ্দিকীয়া ফাযিল মাদ্রাসা

হতে ৫০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন,  এর মধ্যে ২ জন জিপিএ ৫. পেয়ে উত্তীর্ণ হয়, এবং ১২ জন জিপিএ ৪ সহ ৪৯ জন পাশ করেছে।

এবার বাঘারপাড়া  সিদ্দিকীয়া ফাযিল ( ডিগ্রি)  মাদ্রাসার পাশের হার ৯৮%।

মাদ্রাসার এ সন্তোষজনক সাফল্যের জন্য মাদ্রাসা পরিচালনা পরিষদের  সভাপতি অধ্যক্ষ আজগর আলী, অধ্যক্ষ এমএ আওয়াল, সহসভাপতি শচিন্দ্রনাথ বিশ্বাস,

আব্দুর রশিদ, খান কেএম শরাফত উদ্দীন,মশিয়ার রহমান, শফিকুল ইসলাম, সেলিম রেজাও টিআর মাও: সিরাজুল ইসলাম, আবুল কালাম আজাদ, মাও: মাহফুজ উদ্দীন এর পক্ষ থেকে প্রতিষ্ঠানের  অধ্যক্ষ মাও:মোঃ সিদ্দিকুল্লাহ

কে  ধন্যবাদ জানান ও মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন।

গভর্ণিং বডির সভাপতিসহ সকল সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা মন্ডলী ও ছাত্র-ছাত্রীদের  প্রতি অনুরূপ সন্তোষ জ্ঞাপন করে শুকরিয়া ও ধন্যবাদ জানান প্রতিষ্ঠানের

অধ্যক্ষ মাও: মো: সিদ্দিকুল্লাহ, তিনি ভবিষ্যতে আরও ভাল ফলাফলের জন্য মহান আল্লাহ তালায়ার রহমত কামনা করেন।

রাতদিন ডেস্ক/জয়-০১

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর