কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে সড়ক দুর্ঘনায় বিশিষ্ট কাপড় ব্যবসায়ী অরুন কুমার পাল নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি কন্দর্পপুর গ্রামের গনেশ পালের ছেলে। এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে ২৫ নভেম্বর কেশবপুর ভায়া ভান্ডারখোলা সড়কের কুশোলদিয়া গ্রামের মধ্যে দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৪জন গুরুতম জখম হয়। এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রæত এসে তাদের কে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে অরুন কুমার পাল(৪০) মারা যান। অপর তিন জনের মধ্যে লক্ষিনাথকাটি গ্রামের সোলাইমান মোড়লের ছেলে রিয়াজ উদ্দিন, তালা উপজেলার সাহাপুর গ্রামের রিয়াজুল মোল্ল্যার ছেলে এনামুল হোসেন,কহিনরের ছেলে মনিরুজ্জামান গুরুতর আহতাবস্থায হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে এনামূল হোসেন ও মনিরুজ্জামান দুজনকে খুলনা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় কেশবপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে থানার কর্তব্যরত অফিসার জানান।







