Friday, December 5, 2025

ফিটনেস টেস্টে পাস করলেন আশরাফুল

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ টুর্নামেন্টকে সামনে রেখে ক্রিকেটারদের ফিটনেস টেস্টের নির্দেশ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। এ টেস্টে পাশ করেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল।  ফিটনেস টেস্টে পাস করলেও স্কোরে পুরোপুরি খুশি হতে পারেননি ৩৬ বছর বয়সী তারকা। সোমবার থেকে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে ক্রিকেটারেদের এই ফিটনেস টেস্ট।ফিটনেস টেস্ট শেষে এমনটাই জানান তিনি।  ফিটনেস টেস্টে পাস মার্ক ছিল ১১। আর আশরাফুলের স্কোর ছিল ১১.৪। কিছুটা ঠান্ডা লাগার কারণে পুরোপুরিভাবে চেষ্টা করতে পারেননি তিনি।  আশরাফুল বলেন, প্রায় ৮-৯ মাস পর হোম অব ক্রিকেটে এসেছি। আমি শেষ আড়াই তিন মাস ব্যক্তিগতভাবে অনুশীলন করেছি। আমার বাসার সামনে স্কিল ট্রেনিং। ধানমন্ডিতে গিয়ে জিম সেশন এবং শেষ দুই মাস প্রচুর ম্যাচ খেলেছি। ঢাকার যেকোনো জায়গাতেই সুযোগ করে ম্যাচ খেলার চেষ্টা করেছি। ফিটনেস টেস্টে ১১.৪ হয়েছে। আরেকটু ভালো হলে ভালো হতো। শেষ তিন চারদিন ঠান্ডার কারণে যেটা আশা করেছিলাম সেটা দিতে পারিনি। তারপরও খুশি।

অনলাইন ডেস্কঃ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর