Saturday, December 6, 2025

অভয়নগরে বীর মুক্তিযোদ্ধা ওলিয়ার রহমানের ৯ম হত্যা বার্ষিকী পালিত

সৈয়দ রিপন : যশোরের অভয়নগরে আওয়ামীলীগ ও শ্রমজীবি সংগঠনের পৃথক পৃথক আয়োজনে আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোল্যা ওলিয়ার রহমানের ৯ম হত্যা বার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে অভয়নগর নওয়াপাড়া ট্রাক ট্রান্সপোর্ট এজেন্সী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে নওয়াপাড়া বাজার থেকে এক শোক র‌্যালি বের হয়। র‌্যালিটি সিরাজকাঠি গ্রামে অবস্থিত মরুহুমের কবরস্থানে গিয়ে শেষ হয়। পরে নেতৃবৃন্দ বিদেহী নেতা মোল্যা ওলিয়ার রহমানের স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।

এছাড়া একই দিন বিকালে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে মোল্যা ওলিয়ার রহমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আব্দুর রউফ মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ নেতা লায়লা বেগম, শাহ মুকিত জেলানী, আনিচুর রহমান মিন্টু, রাশেদা খানম প্রমুখ।

বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা মোল্যা ওলিয়ার রহমান ছিলেন একজন সৎ ও নিষ্ঠাবান নেতা। তিনি শ্রমজীবি মানুষের অধিকারের জন্য আজীবন সংগ্রাম করেছেন। তার হত্যাকাণ্ডটি ছিল এক বর্বরোচিত হত্যাকাণ্ড। তার হত্যাকারীদের অবিলম্বে আইনের আওতায় এনে বিচার করা হোক।

উল্লেখ্য, গত ২০১৪ সালের ২৩ ডিসেম্বর সকালে হাটতে বেরহলে বাড়ির অদুরে সন্ত্রসীর গুলিতে মোল্যা ওলিয়ার রহমানের মৃত্যু হয়। তিনি ছিলেন অভয়নগের ১৩টি শ্রমজীবি সংগঠনের সমন্বয়ক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, পৌরসভার ৭নং ওয়ার্ডের চারবার নির্বাচিত কাউন্সিলর। তার মৃত্যুতে অভয়নগরে সর্বস্তরের জনগন বিক্ষোভে ফেটে পড়ে। বিচারের দাবিতে আন্দোলন সংগ্রাম চলতে থাকে। আন্দোলনের এক পর্যায়ে সংখ্যা লঘুর ওপর হামলার ঘটনা ঘটে। পরে বিষটি ভিন্ন খাতে মোড় নিয়ে আন্দোলন থেমে যায়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর