Saturday, December 6, 2025

অনির্দিষ্টকালের জন্য ঢাকা-কলকাতা ফ্লাইট বাতিল

যাত্রী সংকটে ঢাকা-কলকাতা ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ১২ নভেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানানো হয়েছে। তবে, ৫ নভেম্বর থেকেই এই রুটে কোনও ফ্লাইট চালায়নি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কবে থেকে আবার এই রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান সে ব্যাপারেও নিশ্চিত করে কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ।করোনার কারণে দীর্ঘ ৭ মাস বন্ধ থাকার পর এয়ার বাবল চুক্তির আওতায় ২৮ অক্টোবর থেকে  ভারতের সঙ্গে ফ্লাইট চালু হয়। শুরুতে অল্পসংখ্যক যাত্রী পেলেও ক্রমশ যাত্রী খরা প্রকট হয় ঢাকা-কলকাতা রুটে।এ অবস্থায় লোকসান এড়াতে ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় বাংলাদেশ বিমান। বিষয়টি স্বীকার করে সোমবার বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন সময় সংবাদকে বলেন, কলকাতা ফ্লাইটে মাত্র ৫ থেকে সাতজন যাত্রী হচ্ছে। এতো কম যাত্রী নিয়ে ফ্লাইট চালানো সম্ভব নয়, তাই ফ্লাইট বাতিল করা হয়েছে।ঢাকা-কলকাতা রুটে সপ্তাহে ৩টি ও ঢাকা-দিল্লি রুটে সপ্তাহে ৩টি ফ্লাইট পরিচালনা করছিল বিমান। এ ছাড়া নভোএয়ার ঢাকা-কলকাতা রুটে সপ্তাহে ১টি ও ইউএস বাংলা চেন্নাই ও কলকাতা রুটে সপ্তাহে ১৩টি ফ্লাইট পরিচালনা করছে।

অনলাইন ডেস্কঃ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর