Friday, December 5, 2025

মাগুরায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলায় মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেলে শ্রীপুর ডেইরি ফার্মের পাশ থেকে মনিরুল ইসলাম (২৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মনিরুল সারঙ্গদিয়া গ্রামের শওকত মোল্ল্যার ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে শ্রীপুর ডেইরি ফার্মের পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় মনিরুলের মরদেহ দেখতে পান। তারা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক বিষণ্ণতার কারণে মনিরুল আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর