Saturday, December 6, 2025

যশোরে মামা-ভাগিনা একই আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী

যশোরের মণিরামপুর উপজেলার যশোর-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হয়েছেন মামা-ভাগিনা। বর্তমান এমপি ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের ভাগিনা লেখক ভট্টাচার্যও মনোনয়ন ফরম কিনেছেন।
স্বপন ভট্টাচার্য ছাত্রজীবনে ছাত্র ইউনিয়নের রাজনীতিতে জড়িত থাকলেও পরে আওয়ামী লীগে যোগ দেন। তিনি মণিরামপুর উপজেলা চেয়ারম্যান ছিলেন। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যশোর-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

লেখক ভট্টাচার্য ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের স্নাতকোত্তর করেছেন।

দশম জাতীয় সংসদে স্বপন ভট্টাচার্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। একাদশ জাতীয় সংসদে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

যশোর-৫ আসনে মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের মধ্যে বর্তমান এমপি স্বপন ভট্টাচার্য ও তার ভাগিনা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য রয়েছেন। তবে, দলের হাইকমান্ড কাকে মনোনয়ন দেবে তা এখনো নির্ধারণ করা হয়নি।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর