Monday, April 28, 2025

ধর্ম নিয়ে কটূক্তি করায় কলেজছাত্র আটক

ঝিনাইদহের কোটচাঁদপুরে ধর্মকে কটূক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেয়ার অভিযোগে আকাশ দাশ নামের এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার বলাবাড়িয়া দাশ পাড়ার প্রতাপ কুমার দাশের ছেলে ও কোটচাঁদপুর সরকারি কেএমএইচ কলেজের এইচএসসি শেষ বর্ষের শিক্ষার্থী ।অভিযোগে জানাগেছে, আকাশ দাশ তার ভেরিফাইড ফেইসবুক আইডিতে মহানবী ও ইসলাম ধর্ম নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শেয়ার করেন। রোববার সকালে বিষয়টি নিয়ে অন্যদের সাথে তার বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে তিনি শিক্ষার্থীদের তোপের মুখে পড়লে তাকে অধ্যক্ষ নিজের রুমে নিরাপত্তা দেন। বিষয়টি অধ্যক্ষ সাথে সাথে থানায় জানালে পুলিশ এসে আকাশকে হেফাজতে নেয়।কোটচাঁদপুর মডেল থানার ওসি মাহবুবুল আলম জানান, প্রায় ১৫ দিন আগে আকাশ ফেইসবুকে ধর্মীয় অববাননা সংক্রান্ত একটি পোস্ট দেন। যা নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। বন্ধুরা তাকে সেটা মুছে ফেলার জন্যে বললে তিনি তা করেননি বলে জানান। এ নিয়ে সমস্যার সৃষ্টি হয়। আকাশের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে জানিয়ে ওসি বলেন, আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।কোটচাঁদপুর সরকারি কেএমএইচ কলেজের অধ্যক্ষ অনুতোষ কুমার বলেন, অনাকাঙ্খিত ঘটনা এড়াতে তিনি আকাশকে তার কক্ষে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করলে আকাশ বিষয়টি স্বীকার করেন। পরে পুলিশ এসে তাকে নিয়ে যায়

রাতদিন নিউজঃ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর