Friday, December 5, 2025

চীনে চালু হলো বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট নেটওয়ার্ক

চীনের বেইজিং, উহান এবং গুয়াংজু শহরকে সংযুক্ত করে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট নেটওয়ার্ক চালু করেছে চীনা কোম্পানিগুলো। এই নেটওয়ার্ক দিয়ে প্রতি সেকেন্ডে ১ দশমিক ২ টেরাবাইট (১২০০ গিগাবাইট) ডেটা স্থানান্তর করা যাবে।

গত জুলাইয়ে চালু হলেও সোমবার থেকে এই নেটওয়ার্কের কার্যকারিতা শুরু হয়েছে। এরই মধ্যে সব পরীক্ষায় নেটওয়ার্কটিতে আশানুরূপ ফল পাওয়া গেছে।

হুয়াওয়ের ভাইস প্রেসিডেন্ট ওয়াং লেই বলেন, ‘এই ইন্টারনেট নেটওয়ার্কের যে গতি, তা দিয়ে প্রতি সেকেন্ডে উচ্চ রেজল্যুলেশনের অন্তত ১৫০ সিনেমা সেকেন্ডের মধ্যে ডাউনলোড করা যাবে।’

নতুন নেটওয়ার্কটিতে উচ্চ ক্ষমতাসম্পন্ন নতুন একটি ফাইবার অপটিক কেবল ব্যবহার করা হয়েছে। এটি পৃথিবীর দ্রুতগতিসম্পন্ন সবচেয়ে প্রচলিত ইন্টারনেট রুটগুলোর তুলনায় ১০ গুণ বেশি গতিসম্পন্ন।

চীনের ভবিষ্যৎ প্রজন্মের ইন্টারনেট অবকাঠামোর একটি অংশ এই বেইজিং-উহান-গুয়াংজু নেটওয়ার্ক। ভবিষ্যৎ ইন্টারনেট অবকাঠামোর জন্য দশকব্যাপী এই পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে ন্যাশনাল চায়না এডুকেশন অ্যান্ড রিসার্চ নেটওয়ার্ক (কারনেট)।

নতুন নেটওয়ার্ক সিস্টেমের সব সফটওয়্যার ও হার্ডওয়্যার চীনেই তৈরি হয়েছে। এর মাধ্যমে চীন ইন্টারনেট প্রযুক্তিতে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় দেশ হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করল।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর