মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে ইবতেদায়ী মাদ্রাসা ও এতিমখানায় বৃষ্টির পানি সংরক্ষণের জলাধার রেইন ওয়াটার হার্ভেস্টিং বিতরণ করা হয়েছে।
বুধবার ১৫ নভেম্বর বেলা ১১ টার দিকে বাগেরহাটের মোরেলগঞ্জে মডেল রিসোর্স সেন্টার, ইসলামিক ফাউণ্ডেশন অস্থায়ী কার্যালয়ে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর মোরেলগঞ্জ, বাগেরহাটের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার এস,এম,তারেক সুলতান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট আমিরুল আলম মিলন উপস্থিত থেকে মোরেলগঞ্জ ইবতেদায়ী মাদ্রাসা ও এতিমখানার প্রধানদের মাঝে বৃষ্টির পানি সংরক্ষণের জলাধার রেইন ওয়াটার হার্ভেস্টিং বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য ও প্রকৌশলী মো.মনিরুজ্জামান মনির, পৌর কাউন্সিলর আজিজুর রহমান মিলন, আলহাজ্ব রহমতিয়া এতিমখানা ও হেফজখানার সভাপতি আব্দুল গফফার হাওলাদা, সাধারণ সম্পাদক আলহাজ্ব নেসারুদ্দিন তালুকদার (বাদশ) ইসলামী ফাউন্ডেশন উপজেলা শাখার নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন ইবতেদায়ী মাদ্রাসা ও এতিমখানার শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্যে সংসদ সদস্য এডভোকেট আমিরুল আলম মিলন বলেন, বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে ভূগর্ভস্থ পানির স্তর বৃদ্ধি পাবে এবং ভূমিক্ষয় রোধ হবে। এছাড়াও বৃষ্টির পানি সংরক্ষণ করে তা ব্যবহার করলে পরিবেশ দূষণ রোধ হবে।
উপজেলা নির্বাহী অফিসার এস,এম,তারেক সুলতান বলেন, বৃষ্টির পানি সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। ইতিমধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় রেইন ওয়াটার হার্ভেস্টিং জলাধার স্থাপন করা হয়েছে।
উপজেলার বিভিন্ন ইবতেদায়ী মাদ্রাসা ও এতিমখানার প্রধানরা বলেন, বৃষ্টির পানি সংরক্ষণের জলাধার পেয়ে আমরা খুবই খুশি। এ জলাধারের মাধ্যমে আমরা বৃষ্টির পানি সংরক্ষণ করতে পারব এবং তা ব্যবহার করে শিক্ষার্থীদের পানীয় জলের চাহিদা মেটাতে পারব।







