Friday, December 5, 2025

কাশ্মীরে মৃত ৩ বাংলাদেশি পর্যটকের পরিচয় মিলেছে

ভারতের কাশ্মীরের ডাল লেকে হাউজবোটে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত তিন বাংলাদেশির প‌রিচয় জানা গে‌ছে। তারা হ‌লেন, রাঙামাটির গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অনিন্দ্য কৌশল, গণপূর্ত চট্টগ্রাম বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী ইমন দাশ গুপ্ত ও গণপূর্ত বিভাগের ঠিকাদার মাঈনুদ্দিন।

মৃত তিনজনের পরিচয় নিশ্চিত করেছে কাশ্মীরের শ্রীনগর পুলিশ। পুলিশ জানিয়েছে, লেকের ৯ নম্বর ঘাটে ‘সাফিনা’ নামে একটি হাউজবোটে অবস্থান করছিলেন মৃত ওই ৩ জনসহ মোট ৮ জন। মৃতদের সঙ্গে থাকা কাগজপত্র ও হাউজবোটে নিবন্ধিত ডকুমন্ট থেকে তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। আগুনের কারণে ৫টি হাউজবোট, আশপাশের সাতটি বসতি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে গরম করার কোনো যন্ত্র থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা পুলিশের। মৃতদের মরদেহ হস্তান্তরের আগে পরিবারের সদস্যদের সঙ্গে ডিএনএ পরীক্ষা করে পরিচয় নিশ্চিত করা হবে বলেও গণমাধ্যমকে জানিয়েছে শ্রীনগর পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী সুজন পাল গণমাধ্যমকে বলেন, স্যার গত ৩ নভেম্বর ভারতে গিয়েছিলেন। সঙ্গে আমাদের বিভাগের আরও একজন প্রকৌশলী এবং একজন ঠিকাদার ছিলেন। বিষয়টি এখন মোটামুটি নিশ্চিত যে উনারাই হাউজ বোটটিতে ছিলেন। এটা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে নিউজ হওয়ার কারণেও আমরা নিশ্চিত হতে পারছি।

তিনি আরও জানান, নিহত অনিন্দ্য কৌশল রাঙামাটি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী, ইমন দাশ গুপ্ত গণপূর্ত চট্টগ্রাম বিভাগের সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। তাদের সঙ্গে ছিলেন গর্ণপূর্ত বিভাগের ঠিকাদার মাঈনুদ্দিন। তার বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর গ্রামে।

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, গতরাতে বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি অবগত হয়েছিলাম। রাত বেশি হওয়াতে এবং দুর্ঘটনাটি ভারতে সংগঠিত হওয়াতে খুব বেশি খোঁজখবর নিতে পারিনি। আজ উনাদের ডিপার্টমেন্টের মাধ্যমে বিষয়টি ভালোভাবে খোঁজখবর নিব। এমন মৃত্যু সত্যিই দুঃখজনক।

ভারতীয় সংবাদমাধ্যম সুত্রে জানা যায়, শনিবার (১১ নভেম্বর) ভোর সোয়া ৫টার দিকে ডাল লেকের ৯ নম্বর ঘাটের কাছে আগুনের সূত্রপাত হয়। প্রথমে একটি হাউজবোটে আগুন লাগে এবং পরে তা পাশে নোঙ্গর করে রাখা আরও চারটি হাউজবোটে ছড়িয়ে পড়ে। পুড়ে যাওয়া পাঁচটি হাউজবোটের মধ্যে একটিতে তিন বাংলাদেশি পর্যটক দগ্ধ হয়ে মারা গেছেন। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন।

ইন্টারন্যাশনাল ডেস্ক/জয়-০২

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর