পৃথিবীর ভূস্বর্গ খ্যাত ভারতের কাশ্মীরে ঘুরতে গিয়ে লাশ হলেন তিন বাংলাদেশি। শনিবার (১১ নভেম্বর) শ্রীনগরের দাল হ্রদে একটি হাউসবোটে অগ্নিকাণ্ডে ওই তিন বাংলাদেশির মৃত্যু হয়। খবর এনডিটিভি’র।
স্থানীয় পুলিশ জানিয়েছে, শনিবার ভোরের দিকে হ্রদের ওপর কয়েকটি হাউসবোটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এরপরই ওই তিন বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়। তারা সাফিনা হাউসবোটে অবস্থান করছিলেন। তবে নিহতদের পরিচয় এখনো প্রকাশ করেনি।
দাল হ্রদের ৯ নম্বর ঘাটের কাছে একটি হাউসবোটে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে সেই আগুন দ্রুত অন্য বোটেও ছড়িয়ে পড়ে।
কর্মকর্তারা বলছেন, অগ্নিকাণ্ডে অন্তত ৫টি হাউসবোট পুরোপুরি পুড়ে গেছে। আরও কয়েকটি হাউসবোট ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ জানিয়েছে, আগুনের কারণ খতিয়ে দেখা হচ্ছে।
আন্তর্জাতিক ডেস্ক/এ কে-১২







