সৈয়দ রিপন : যশোরের অভয়নগরে জামাত বিএনপি’র ডাকা অবরোধের প্রতিবাদে উপজেলা আ.লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বুধবার বিকালে উপজেলা আ.লীগের দলীয় কার্যালয়ে এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আ.লীগের সভাপতি এনামুল হক বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সাবেক হুইপ শেখ আব্দুল ওহাব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, সিনিয়র সহসভাপতি শাহ ফরিদ জাহাঙ্গীর, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলঅ পরিষদের সদস্য আব্দুর রউফ মোল্যা, উপজেলা আ.লীগ নেতা সানা আব্দুলমান্নান, লায়লা খুতুন, শাহ মুকিত জেলানী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপি একটি সন্ত্রাসী দল। তারা দেশের স্থিতিশীলতাকে নষ্ট করতে চায়। তারা দেশবাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা তাদের এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সমাবেশে বক্তারা আরও বলেন, বিএনপি’র অবরোধ জাতির বিরুদ্ধে চরম ধৃষ্টতা। তারা দেশের উন্নয়ন ও অগ্রগতি রোধ করতে চায়। আমরা তাদের এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।
সমাবেসের পর একটি বিক্ষোভ মিছিল নওয়াপাড়া নগর প্রদক্ষিণ করে।







