Saturday, December 6, 2025

শার্শায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সরকারী সুবিধাভোগীরা

শার্শা উপজেলা প্রতিনিধি: শার্শা উপজেলার হাজারো সুবিধাভোগী বুধবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। উপজেলা স্টেডিয়াম মাঠে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দুপুর থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে সুবিধাভোগীরা অনুষ্ঠানে আসতে শুরু করে। দুপুরের মধ্যেই কানায় কানায় ভরে যায় গোটা স্টেডিয়াম মাঠ ও আশপাশ এলাকা।

অনুষ্ঠানের মাধ্যমে সামাজিক নিরাপত্তা বেষ্টনীসহ সরকারি বিভিন্ন প্রকল্পের আওতাধীন হাজার হাজার সুবিধাভোগীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) বেলাল হোসাইন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, বেনাপোল পৌর সভার মেয়র আলহাজ্ব নাসির উদ্দিন, নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান, উপজেলা সহকারী কমিশনার ফারজানা ইসলাম, শার্শা থানার অফিসার ইনচার্জ এএসএম আকিকুল ইসলাম, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া প্রমূখ।

প্রধান অতিথি শেখ আফিল উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি সামাজিক নিরাপত্তা বেষ্টনীসহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দেশের দরিদ্র ও অসহায় মানুষের জীবনমান উন্নত করেছেন। এজন্য আমরা তার প্রতি কৃতজ্ঞ।

জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন জননেত্রী। তিনি দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ একটি উন্নয়নশীল দেশ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মানবতাবাদী নেত্রী। তিনি দেশের সকল মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ একটি সমৃদ্ধশালী দেশ।

অনুষ্ঠানে সুবিধাভোগীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তার সুযোগ্য নেতৃত্বে আমাদের জীবনমান উন্নত হয়েছে। তিনি আমাদের আর্থিক সহায়তা দিয়ে আমাদের জীবনকে সহজ করে দিয়েছেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর