Saturday, December 6, 2025

নারী ক্রিকেট: সুপার ওভারে পাকিস্তানকে হারিয়ে সিরিজে সমতায় বাংলাদেশ

মিরপুরে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে রোমাঞ্চকর সুপার ওভারে পাকিস্তানকে হারিয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ নারী ক্রিকেট দল।

টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ৪৯ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ১৬৯ রান করে টাই করে পাকিস্তান।

সুপার ওভারে শুরুতে ব্যাট করে পাকিস্তানের মেয়েরা। নাহিদার করা ওভারে ২ উইকেট হারিয়ে ৭ রান তোলে তারা। ৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাউন্ডারি দিয়ে শুরু করেন বাংলাদেশের সুবহানা মুস্তারি। কিন্তু পঞ্চম বলে তিনি আউট হওয়ার পর শেষ বলে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন হয় ২ রান। এমন সমীকরণ মাথায় নিয়ে ব্যাট করতে নেমে বাউন্ডারি হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন অধিনায়ক জ্যোতি। এই জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ।

মঙ্গলবার (৭ নভেম্বর) মিরপুরে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৯ রান তোলে বাংলাদেশ। জবাবে ৪৯ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ১৬৯ রানেই থামে পাকিস্তান।

প্রথম ইনিংসে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন ফারজানা হক ও মুর্শিদা খাতুন। দুজনে মিলে ২য় উইকেটে ৪৮ রানের জুটি গড়েন। মুর্শিদা ৪০ রানে রান আউট হলে ভাঙে এই জুটি। এরপর সুবহানা মুস্তারি ১৬ রান করে আউট হলে বাংলাদেশের ইনিংস থমকে যায়। তবে অধিনায়ক জ্যোতির ৫৪ রানের ইনিংসে ভর করে ১৬৯ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

জবাবে পাকিস্তানের শুরুও ভালো হয়। আদাফ শামস ও সিধরা আমিন মিলে ২য় উইকেটে ৪১ রানের জুটি গড়েন। তবে শামস আউট হলে ভেঙে যায় এই জুটি। এরপর নিধা ও ইরামরা চেষ্টা করলেও কেউই ইনিংস বড় করতে পারেননি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৬৯ রানে থেমে যায় পাকিস্তান।

এই জয়ের ফলে সিরিজে ১-১ সমতায় রয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ আগামী ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর