নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ১০৮ রান করেন রাচিন রবীন্দ্র। এছাড়াও কেন উইলিয়ামসন ৯৫রান করেন । পাকিস্তানের হয়ে মোহাম্মদ ওয়াসিম ৬০ রান দিয়ে ৩ উইকেট নেন।
পাকিস্তানের হয়ে ফখর জামান অপরাজিত ১২৬ রানের ইনিংস খেলেন। এছাড়াও বাবর আজম করেন ৬৬ রান।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় পাকিস্তান। দ্বিতীয় ওভারে আব্দুল্লাহ শফিককে হারায় তারা। তবে ফখর জামানের ঝড়ো ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় দলটি। মাত্র ৬৩ বলে সেঞ্চুরি হাঁকান ফখর। যা দেশের হয়ে বিশ্বমঞ্চে দ্রুততম শতকের রেকর্ড।
ফখরের সাথে বাবর আজমও দারুণ ব্যাটিং করেন। দ্বিতীয় উইকেটে তারা ১৯৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন। তবে ২২তম ওভারের খেলা চলাকালে বৃষ্টি নামে। ১৬০ রানে ১ উইকেট হারিয়ে তখন পাকিস্তানের সংগ্রহ ছিল।
ঘণ্টা খানেকের বৃষ্টিতে ম্যাচের দৈর্ঘ কমে আসে। পাকিস্তানের জন্য নতুন লক্ষ্যমাত্রা দাড়ায় ৪১ ওভারে ৩৪২ রান।
নতুন লক্ষ্যে ব্যাটিং করতে নামার কিছুক্ষণ পর আবার হানা দেয় বৃষ্টি। তখন ২০০ রানে ১ উইকেট হারিয়ে পাকিস্তান। এরপর খেলা আর চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। ফলে ডিএল মেথডে ২১ রানে জয় পেয়েছে বাবরের দল।
এই জয়ের ফলে পাকিস্তানের পয়েন্ট টেবিলের অবস্থান উন্নত হয়েছে। এখন তারা নিয়ে পঞ্চম স্থানে রয়েছে।







