বায়ুদূষণের কারণে বাংলাদেশ ক্রিকেট দল আজ দিল্লিতে অনুশীলন বাতিল করেছে। আগামী সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলতে বুধবার দিল্লিতে পৌঁছেছে সাকিব আল হাসানের দল।
দিল্লিতে বায়ুদূষণের মাত্রা অত্যন্ত বেড়ে গেছে। গতকালই শহরটির কিছু জায়গায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৪০০ টপকে গিয়েছিল। স্থানীয় সরকার সতর্কতা হিসেবে দুই দিনের জন্য স্কুল বন্ধ ঘোষণা করেছে এবং নির্মাণকাজ ও মোটর চলাচলের ওপরও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
বায়ুদূষণের কারণে বাংলাদেশ দলের খেলোয়াড়দের স্বাস্থ্যের ঝুঁকি রয়েছে। তাই অনুশীলন বাতিল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির টিম ডিরেক্টর খালেদ মাহমুদ বলেন, “আমাদের আজ অনুশীলন ছিল। কিন্তু কন্ডিশন বাজে হয়ে আসায় আমরা ঝুঁকি নিইনি। অনুশীলনের জন্য আমরা আরও দুই দিন পাব। কারও কারও কাশি হয়েছে। তাই ঝুঁকি তো থাকেই। আমরা কেউ অসুস্থ হতে চাই না। পরিস্থিতির উন্নতি ঘটবে কি না, সেটাও জানি না। তবে আগামীকাল অনুশীলন আছে। ৬ নভেম্বরের ম্যাচের জন্য আমরা সব খেলোয়াড়কে ফিট চাই।”
আগামীকালও স্থানীয় সময় সন্ধ্যায় অনুশীলন করার কথা বাংলাদেশ দলের। রোববার অনুশীলনের সূচি ঠিক করা আছে স্থানীয় সময় দুপুর দুইটা থেকে।
বিশ্বকাপে বায়ুদূষণের প্রভাব এটাই প্রথম নয়। এর আগে মুম্বাইয়ের বায়ু নিয়ে কথা বলেছিলেন ইংল্যান্ড ব্যাটসম্যান জো রুট, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে নিশ্বাস নিতে সমস্যা হওয়ার কথাও জানিয়েছিলেন তিনি। দিল্লি ও মুম্বাইয়ের বায়ুদূষণ নিয়ে শঙ্কা প্রকাশ করেন ভারতের অধিনায়ক রোহিত শর্মাও।
ভবিষ্যৎ প্রজন্ম যেন ‘কোনো ভয় ছাড়া’ বাঁচতে পারে, সে বিষয়ে গুরুত্ব দেন রোহিত। ভারতের ক্রিকেট বোর্ডও (বিসিসিআই) জানিয়েছে, বায়ুদূষণ রোধে মুম্বাই ও দিল্লিতে বাকি থাকা ম্যাচগুলোতে আলোক প্রদর্শনীর আয়োজন করা হবে না।







