Saturday, December 6, 2025

শ্রীলঙ্কাকে ৫৫ রানে গুটিয়ে দিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ভারত

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপের লিগপর্বে শ্রীলঙ্কাকে ৫৫ রানে গুটিয়ে দিয়ে ৩০২ রানের বড় জয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ভারত ।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে ভারত প্রথমে ৫০ ওভারে ৮ উইকেটে ৩৫৭ রান করে। এরপর ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা মাত্র ১৯.৪ ওভারেই ৫৫ রানে অলআউট হয়ে যায়।

শ্রীলঙ্কা শুরুতেই ব্যাটিং ব্যর্থতায় ভোগে। প্রথম ওভারেই পাতুম নিশাঙ্কাকে এলবিডব্লুর ফাঁদে ফেলে ফেরান যশপ্রীত বুমরা। ইনিংসের দ্বিতীয় ওভারে এসে মোহাম্মদ সিরাজ প্রথম বলে দিমুথ করুনারত্নেকে এবং পঞ্চম বলে সাদিরা সামারাবিক্রমাকে তুলে নেন। এরপর পরের ওভারের প্রথম বলে বোল্ড করে ফেরান শ্রীলঙ্কা অধিনায়ক কুশল মেন্ডিসকেও।

সিরাজের তোপে শ্রীলঙ্কার যখন চতুর্থ উইকেট হারায়, তখন স্কোরবোর্ডে রান মাত্র ৩। চারিত আসালঙ্কাকে নিয়ে এরপর ছোটখাটো একটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। কিন্তু ইনিংসের দশম ওভারে মোহাম্মদ শামি বল হাতে নিতেই আবারও সেই প্রতিরোধ–চেষ্টায় ভাঙন। টানা দুই বলে আসালঙ্কা আর দুশান হেমন্তকে তুলে নেন শামি, শ্রীলঙ্কার স্কোরবোর্ড পরিণত হয় ১৪ রানে ৬ উইকেটে।

শামি অবশ্য এখানেই থামেননি। দুষ্মন্ত চামিরাকে উইকেটকিপারের ক্যাচ বানানোর পর একপ্রান্ত আগলে রাখা ম্যাথুসকে ফেরান বোল্ডে। ২৯ রানে ৮ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা তখন বিশ্বকাপের সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ার শঙ্কায়।

তবে মহিশ তিকশানা আর কাসুন রাজিতার দৃঢ়তায় সর্বনিম্ন রানে অলআউটের লজ্জা থেকে বেঁচে যায় শ্রীলঙ্কা। এ দুজনে মিলে যোগ ২৮ বলে যোগ করেন ২০ রান। শেষ পর্যন্ত শামি এসে ব্যক্তিগত পঞ্চম উইকেট হিসেবে দিলশান মাদুশঙ্কাকে ফিরিয়ে দিলে ১৯.৪ ওভারেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা।

এই জয়ে ভারত পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রাখে এবং প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে উঠে যায়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর