ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপের ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় জায়গা করে নিলেন মোহাম্মদ শামি। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ১৮ রানের বিনিময়ে ৫ উইকেট শিকার করে ৪৫ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি।
শামি নিজের স্পেলের প্রথম ওভারেই দুই বলে দুই উইকেট শিকার করেন। ২৪ বলে ১ রান করা আসালাঙ্কাকে জাদেজার হাতে ক্যাচ দিতে বাধ্য করেন। আর তারপরের বলেই ক্রিজে আসা দুশান হেমন্তকে ফেরান তিনি।
খানিকবাদে শামির তৃতীয় শিকারে পরিণত হন দুশমান্থ চামিরা। বাইরে চলে যাওয়া বলে খেলতে চেয়েছিলেন চামিরা। গ্লাভসে লেগে বল চলে যায় লোকেশ রাহুলের হাতে। ২৩ রানে ৭ম উইকেটের পতন ঘটে লঙ্কানদের। এরপর অ্যাঞ্জেলো ম্যাথুসকে সরাসরি বোল্ড করে নিজের চতুর্থ উইকেট তুলে নেন শামি।
শামির এই সাফল্যের ফলে জাভাগাল শ্রীনাথ এবং জহির খানের সাথে ভারতের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় তার নাম উঠে এসেছে। বাকী দুই পেসারের সংগ্রহেই আছে ৪৪ উইকেট।







