কলকাতা, ২ নভেম্বর: ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপের ভারতের মাটিতে চলমান টিকিট কালোবাজারির অভিযোগে কলকাতা পুলিশ বিসিসিআই ও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (ক্যাব)কে তলব করেছে।
জ্যেষ্ঠ এক পুলিশ কর্মকর্তা জানান, ‘টিকিট কালোবাজারির অভিযোগে দায়ের করা মামলায় জড়িত সন্দেহে বিসিসিআই ও ক্যাবকে তলব করা হয়েছে।’
অভিযোগে বলা হয়েছে, বিসিসিআই ও ক্যাবের একাধিক কর্মকর্তা অনলাইন পোর্টাল ‘‘বুকমাইশো’’র সঙ্গে মিলে উদ্দেশ্য প্রণোদিতভাবে টিকিট নিয়ন্ত্রণ করে রেখেছে। ব্যক্তিগত মুনাফার আশায় তারা টিকিট তুলে দিয়েছে কালোবাজারিদের হাতে।
এ অভিযোগ করেছেন এক সমর্থক। ভারত ও দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট সাধারণ মানুষ পাচ্ছে না বলে তিনি ওই অভিযোগে উল্লেখ করেন। আগামী ৫ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে দুই হেভিওয়েট দলের ম্যাচটি।
পরে সেই অভিযোগের ভিত্তিতে ময়দান পুলিশ স্টেশনে মামলা দায়ের হয় এবং তা নিয়ে অনুসন্ধানও শুরু হয়েছে। এ নিয়ে সর্বশেষ পরিস্থিতি জানতে ক্যাবকে নোটিশ পাঠিয়েছে পুলিশ। এছাড়া আগামীকাল (বৃহস্পতিবার) দুপুর ২টার মধ্যে সংস্থা সংশ্লিষ্টদের থানায় হাজির হতেও বলা হয়েছে।
চলতি বিশ্বকাপের শুরু থেকেই টিকিট কালোবাজারির অভিযোগ উঠে আসছে। কয়েকজন টিকিট কালোবাজারিকে গ্রেপ্তারও করেছে পুলিশ। তাতেও পরিস্থিতি বদলাচ্ছে না। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, কালোবাজারে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকার টিকিট প্রায় ১০ থেকে ১২ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
এবারের বিশ্বকাপে দুই দলই দারুণ ছন্দে আছে। ইতোমধ্যে সেমিফাইনালে এক পা দিয়েই রেখেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। এখন পর্যন্ত টুর্নামেন্টের দুই সেরা দলের লড়াইটা স্বাভাবিকভাবে মাঠে বসেই দেখতে চান সবাই। কিন্তু দর্শকদের আকাশছোঁয়া আগ্রহের এ ম্যাচের টিকিট নিয়েও কালোবাজারি হচ্ছে। অনলাইনে টিকিট বিক্রির ওয়েবসাইট ‘বুক মাই শো’তে এ ম্যাচের কোনো টিকিট পাওয়া যাচ্ছে না। তবে কালোবাজারে চড়া দামে বিক্রি হচ্ছে ম্যাচের টিকিট।
এ বিষয়ে বিসিসিআই ও ক্যাব এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি।







