মোঃ মাসুদুর রহমান শেখ: যশোরের শার্শায় ‘স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই শ্লোগানে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। বুধবার (১ নভেম্বর) সকালে উপজেলা অডিটোরিয়াম কমপ্লেক্সে আলোচনা সভা, যুব ঋণ চেক ও সনদ বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম ফারুক, উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, সদর ইউনিয়নের চেয়ারম্যান কবির উদ্দিন তোতা।
আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় যুব দিবস আমাদের যুবকদের উদ্বুদ্ধ করার একটি মহতী উদ্যোগ। এ দিবস পালনের মাধ্যমে যুবকরা তাদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন হতে পারে।
সভা শেষে প্রশিক্ষণ প্রাপ্ত ৮৪জন যুবকের মাঝে ঋণ হিসেবে ১২ লাখ ৪০ হাজার টাকার চেক ও সনদপত্র বিতরণ করা হয়। এছাড়াও যুবউন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ প্রাপ্ত সদস্যদের যাতায়াত ভাতা প্রদান করা হয়।
উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু বলেন, যুবরা জাতির ভবিষ্যৎ। তাদের সঠিকভাবে গড়ে তুলতে হলে তাদের শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এজন্য সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
তিনি বলেন, শার্শায় যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি চালু রয়েছে। এসব প্রশিক্ষণ যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়ক হবে।







