Friday, December 5, 2025

ইন্টারনেট সেবা বিঘ্নের আশঙ্কা

বাংলাদেশে আগামী সোম ও বুধবার দুই দিন ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন কেব্‌লস পিএলসি (বিএসসিপিএলসি)।

বিএসসিপিএলসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন কেব্‌ল (সি-মি-উই ৪) ‘সিস্টেমের আপগ্রেডেশন’ কার্যক্রম চলছে। এ কাজের জন্য সোম ও বুধবার দিবাগত রাত ২টা থেকে পরদিন প্রায় ১০ ঘণ্টা করে ইন্টারনেট গ্রাহকেরা ধীরগতির সম্মুখীন হতে পারেন বা ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কাজ শেষ হলে ব্যান্ডউইথ সক্ষমতা উল্লেখযোগ্য হারে বাড়বে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিএসসিপিএলসি কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

গত বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর খাজা টাওয়ারে আগুন লাগার ঘটনায় দেশজুড়ে ইন্টারনেট বিঘ্নের সৃষ্টি হয়েছে। ওই টাওয়ারে ইন্টারনেট সেবাদাতাদের ডেটা সেন্টার ছিল। আগুন লাগার তিন দিন পরও ইন্টারনেট পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার দিবাগত রাত ২টা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত এবং বুধবার দিবাগত রাত ২টা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে। এ সময় ইন্টারনেট গ্রাহকেরা ধীরগতির সম্মুখীন হতে পারেন বা ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে।

বিএসসিপিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রহিম বলেন, সি-মি-উই ৪ সাবমেরিন কেব্‌লটি বাংলাদেশের ইন্টারনেট অবকাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ। এ কেব্‌লের মাধ্যমে দেশের বেশিরভাগ ইন্টারনেট ট্র্যাফিক আন্তর্জাতিক নেটওয়ার্কে প্রবাহিত হয়। সিস্টেম আপগ্রেডেশনের ফলে ব্যান্ডউইথ সক্ষমতা উল্লেখযোগ্য হারে বাড়বে এবং ইন্টারনেট সেবার মান আরও ভালো হবে।

তিনি বলেন, সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আমরা দুঃখিত। তবে, আশা করছি, আপগ্রেডেশনের কাজ শেষ হলে ইন্টারনেট সেবা আরও উন্নত হবে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর