Tuesday, April 30, 2024

৭৫ এর পর থেকে বাংলাদেশে পহেলা বৈশাখ পালনে বাঁধা আসছে, কপিলমুনিতে ভূমি মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ

- Advertisement -

কপিলমুনি(খুলনা) প্রতিনিধি ঃ ভূমি মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, পহেলা বৈশাখ-নববর্ষ এগুলো বাঙালী সংস্কৃতির স্তম্ভ। এটা পালনে ৭৫ এর পর থেকে বাধা আসছে, কিন্তু সেই বাধা অতিক্রম করে বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে চলেছেন। তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, জাতীয়তা বোধ জাগ্রত রেখে দেশ প্রেমে উদ্ধুদ্ধ হয়ে দেশের মঙ্গলের জন্য এক যোগে সকলকে কাজ করতে হবে। তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উন্নয়নের প্রত্যয় নিয়ে আ’লীগ সরকার সব সময় কাজ করে থাকে, এখনো তা অব্যাহত রেখেছে। দেশে সমস্ত সেক্টরে ব্যাপক উন্নয়ন হচ্ছে, যা বলা বাহুল্য। আমরা সবাই সেই উন্নয়নের সুফল ভোগী।
কপিলমুনি কলেজ অ্যালামনাই এসোসিয়েশন আয়োজিত পুনর্মিলনী, শিক্ষক সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনকালে অনুষ্ঠানের উদ্বোধক ভ‚মি মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি উপরোক্ত কথাগুলো বলেন। রবিবার সকাল ১০ টায় কলেজ ক্যাম্পাসে প্রাক্তন ছাত্র ও অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক অধ্যক্ষ এম নজরুল ইসলামের সভাপতিত্বে ও কালের কন্ঠের সিনিয়র রিপোর্টার নিখিল চন্দ্র ভদ্রের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ আসনের সাংসদ মোঃ রশীদুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, সংবর্ধিত অতিথি ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বীর মুক্তিযোদ্ধা ড. মনোরঞ্জন ঘোষাল, সম্মানীত অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন। শুভেচ্ছা বক্তব্য রাখেন কপিলমুনি কলেজের অধ্যক্ষ মোঃ হাবিবুল্যাহ বাহার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেকেএসপির সভাপতি শেখ আব্দুর রশীদ, ডাঃ খালেকুজ্জামান, সহকারী অধ্যাপক রেজাউল করিম, প্রভাষক মুজিবর রহমান, তুষার পারভেজ প্রমূখ। আলোচনা সভা শেষে সম্মাননা ক্রেস্ট প্রদান করা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

 

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত