Monday, April 29, 2024

যশোর করিচিয়ায় হামলার ঘটনায় থানায় মামলা

- Advertisement -

যশোর সদর উপজেলার করিচিয়া গ্রামে ইসরাফিল হোসেন ওরফে সোহেল রানা (৩০) ও তার স্ত্রী হিরা খাতুনকে মারপিটে জখমের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। আসামি করা হয়েছে ৬জনকে।

এরা হলো, ওই গ্রামের মৃত ফকির মোড়েলের ছেলে শামছুদ্দিন (৫৫), আইয়ুব শেখের ছেলে জাহিদ (৩৫), জামাত আলী শেখ (৬৫) ও তার ছেলে জাহিদ হোসেন (৪০), জাহাঙ্গীর হোসেনের মেয়ে মাহমুদা খাতুন (২০) এবং নওশের আলীর ছেলে মোহাম্মদ হালিম (৫০)।

সোহেলে রানা এজাহারে উল্লেখ করেছেন, তিনি একজন রাজমিস্ত্রি। তিনি তার স্ত্রীকে নিয়ে মাস খানেক হলো তার শ্বশুর তোরাব আলী শেখের বাড়িতে আছেন। সেখানে তিনি ঘর তৈরীর কাছে সহযোগিতা করছেন। আসামিদের সাথে জমি নিয়ে তার শ্বশুরের বিরোধ চলে আসছে। এই কারণে তারা ঘর নির্মানে বাঁধা দিলে তিনি প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা গত ২৪ মার্চ রাত ৯টার দিকে বাড়িতে ডেকে নিয়ে তাকে মারপিট করে। সে সময় তার স্ত্রী বাঁধা দিলে তাকেও মারপিটে জখম করে।এ সময় চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা চলে যায়। পরে তারা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। পরে তিনি থানায় মামলা করেন।

-রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত