Sunday, April 28, 2024

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

- Advertisement -

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সব ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এএসএম মাকসুদ কামাল এ ফল প্রকাশ করেন।

এ বছর ভর্তি পরীক্ষায় ‘ক’ ইউনিটে (বিজ্ঞান) পাসের হার ৮ দশমিক ৮৯ শতাংশ। কলা, আইন ও সামাজিক বিজ্ঞানের ‘খ’ ইউনিটে পাসের হার ১০ দশমিক শুন্য ৭ শতাংশ। বাণিজ্য অনুষদের বিভিন্ন বিভাগের ‘গ’ ইউনিটে পাসের হার ১৩ দশমিক ৩ শতাংশ। চারুকলা অনুষদের ‘চ’ ইউনিটে পাসের হার ১১ দশমিক ৭৫ শতাংশ।

ফল জানা যাবে যেভাবে :-

আবেদনকারীরা তথ্য সরবরাহ করে admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন।

পাশাপাশি যেকোনো মোবাইল অপারেটর থেকে মেসেজ পাঠিয়েও ফল জানা যাবে।

টেলিটক, রবি, এয়ারটেল ও বাংলালিংক মোবাইল নম্বর থেকে ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’—এর জন্য DU ALS ˂roll no˃, ‘বিজ্ঞান ইউনিট’—এর জন্য DU SCI ˂roll no˃, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’—এর জন্য DU BUS ˂roll no˃ এবং ‘চারুকলা ইউনিট’—এর জন্য DU FRT ˂roll no˃ টাইপ করে ১৬৩২১ নম্বরে সেন্ড করলে ফিরতি মেসেজে ফলাফল জানা যাবে।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত