Saturday, April 27, 2024

এবার চেয়ারম্যান তুহিনের বিরুদ্ধে মামলা

যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ন কবির তুহিন ও তালবাড়িয়া ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ জিয়া হায়দারের বিরুদ্ধে মানহানি মামলা হয়েছে আদালতে। বুধবার তালবাড়িয়া ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মো. কামাল হোসেন মামলাটি করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদ অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য কোতয়ালি থানা পুলিশের ওসিকে আদেশ দিয়েছেন।
মো. কামাল হোসেন মামলায় উল্লেখ করেছেন, তিনি কলেজের সভাপতি নির্বাচিত হয়ে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন  করছেন। এ কারণে জনসাধারণসহ অভিভাবক মহলে তার সুনাম সৃষ্টি হয়েছে। এর প্রেক্ষিতে তিনি ইউনিয়নে ভবিষ্যতে চেয়ারম্যান পদে নির্বাচন করতে পারেন এই আশঙ্কায় আসামি হুমায়ন কবির তুহিন ও সহযোগী জিয়া হায়দার তার সুনাম ক্ষুন্ন করার চক্রান্ত ও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। গত ২৪ মার্চ মো. কামাল হোসেন তুহিন ও কলেজের অধ্যক্ষ ডা. শাহনাজ পারভীনের বিরুদ্ধে মনগড়া দুর্নীতির অভিযোগ এনে আদালতে মামলা করেছেন হুমায়ন কবির তুহিন। পরে ওই মামলার ফটোকপি বিভিন্ন চায়ের দোকানে সরবরাহ করেছেন হুমায়ন কবির তুহিন নিজেই। এতে মো. কামাল হোসেনের সামাজিক, ব্যবসায়িক ও রাজনৈতিক অবস্থানের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমান দুই কোটি টাকা। এ কারণে মো. কামাল হোসেন আদালতের দ্বারস্থ হয়েছেন।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত