Sunday, April 28, 2024

রজতজয়ন্তীতে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলো গ্রামের কাগজ

- Advertisement -

প্রধান ফটকে বর্ণিল সাজ, প্রবেশ পথে বিশাল তোরণ, তার দু’পাশে স্মৃতির করিডোর, বিভিন্ন সময়ে কর্মীদের অ্যাওয়ার্ড প্রাপ্তির ছবি, মনোরম মঞ্চসজ্জা, কেক কাটা, আপ্যায়ন, এ যেন শুধু অনুষ্ঠান না, এক মহাকর্মযজ্ঞ, মহোৎসব। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বহুল প্রচারিত অসংখ্য পাঠকের আস্থা ভালোবাসার দৈনিক গ্রামের কাগজের রজতজয়ন্তী উপলক্ষে মঙ্গলবার দিনভর এমনভাবে চলে নানা আনুষ্ঠানিকতা। সকালে পূর্ব দিগন্তে আলোকরশ্মি উঁকি দিতেই পত্রিকা দপ্তর সরব হয়ে ওঠে। গ্রামের কাগজের পাঠক, গ্রাহক, শুভানুধ্যায়ীদের আনাগোনায় মুখর হয়।
পাঠকপ্রিয় গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, সাবেক সংসদ সদস্য মঈনুদ্দিন মিয়াঁজী, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। শুভেচ্ছা জানান প্রেসক্লাব যশোর, যশোর সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন, জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশন নেতৃবৃন্দ। দৈনিক কল্যাণ, দৈনিক লোকসমাজ, দৈনিক স্পন্দন, দৈনিক সমাজের কথা, যশোর সংবাদপত্র পরিষদ, গ্রামের কাগজ মফস্বল সাংবাদিক ফোরাম, দৈনিক গ্রামের কাগজ কেশবপুর ব্যুরো অফিস, রাতদিন নিউজ পোর্টাল, চুড়ামনকাটি প্রেসক্লাব, জেলা পরিষদ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জোসনা আরা মিলি, সাবেক মেয়র ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, জেলা বিএনপি, জেলা শ্রমিক লীগ, জেলা ছাত্রলীগ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি জেলা কমিটি, জেলা জাগপার নেতৃবৃন্দ, কুইন্স হসপিটাল, ২৫০ শয্যা বিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক, যশোর মেডিকেল কলেজ, সিভিল সার্জন অফিস, রেনেসাঁ হসপিটাল, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, বিকল্প ধারা যশোর।
শুভেচ্ছা জানাতে আসে সম্মিলিত সাংস্কৃতিক জোট, জয়তী সোসাইটি, জেলা কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম, রোটারি ক্লাব অব যশোর সেন্ট্রাল, জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অসীম বোস, কলামিস্ট মাহমুদা রিনি, নাসিব যশোর, উদীচী শিল্পীগোষ্ঠী জেলা সংসদ, উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ, ডা.আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ, অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ, সম্মিলনী ইনস্টিটিউশন ১৯৮৬ ব্যাচ, প্রাচ্যসংঘ, চারুতীর্থ, কিংশুক সংগীত শিক্ষা কেন্দ্র, সুরবিতান, চাঁদের হাট, সপ্তসুর, সুরনিকেতন, থিয়েটার ক্যানভাস, শেখ হাসিনা সফটওয়্যার পার্ক ইনভেস্টর অ্যাসোসিয়েশন, বিডিইআরএম, ওয়েবভ্যালি কম্পিউটার, ড্রিমগার্ল ইন্টারন্যাশনাল বিউটি পার্লার, হামিদপুর আলহেরা কলেজ, আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, জেলা ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এমপি কাজী নাবিল আহমেদ বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। এরপর তিনি কেক কাটেন।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত