Monday, April 29, 2024

বেনাপোলের পুটখালী এলাকা থেকে ৩শ বোতল ফেনসিডিল উদ্ধারসহ আটক-১

- Advertisement -

যশোর জেলার সীমান্তবর্তী বেনাপোলের পুটখালী এলাকার একটি বাড়ির মধ্যে খঁড়ের গাদার মধ্যে লুকিয়ে রাখা দুইটি বস্তা ভেতর থেকে প্রায় ৩শ বোতল ফেনসিডিল উদ্ধার হয়েছে। এই মাদকদ্রব্য লুকিয়ে রাখার অভিযোগে সুমন রহমান (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। সুমন ওই গ্রামের হবিবর রহমানের ছেলে।

যশোর র‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, সোমবার দিবাগত রাত তিনটার দিকে গোপন সূত্রে সংবাদ পেয়ে ওই গ্রামের শহিদুল্লার একতলা বিল্ডিং বাড়িতে অভিযান চালানো হয়। পরে শহিদুল্লার চাচাতো ভাই সুমন রহমানকে আটক করা হয়। তার দেখিয়ে দেয়া মতে ওই বাড়ির সিড়ি ঘরের নিচে একটি খড়ের গাঁদার মধ্যে থেকে দুইটি বস্তা উদ্ধার করা হয়। পরে ওই বস্তা খুলে ২৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।সুমন র‌্যাবকে জানিয়েছে, শহিদুল্লাহ তার চাচতো ভাই। সে ঢাকার একটি গার্মেন্টেস এ চাকরি করে। ফলে সে বাড়িতে থাকে না। এই সুযোগে সে ওই বাড়িতে ফেনসিডিল মজুদ করে পরে তা অন্য জায়গায় বিক্রি করতো। এর আগেও সে ওই বাড়িতে ফেনসিডিল মজুদ করে পরে তা বিক্রি করেছে। তার বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।

-রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত