Monday, April 29, 2024

অনির্বাণ লাইব্রেরীতে নারী দিবসের আলোচনা সভায় বাণিজ্য সচিব তপন ঘোষ

- Advertisement -

কপিলমুনি(খুলনা) প্রতিনিধি- নারী আমাদের মায়ের জাতী, স্বাধীনতা যুদ্ধেও দেশের জন্য নারী ভূমিকা রেখেছিল। সমাজের সব জায়গায় নারীর ভূমিকা অনস্বীকার্য। বেগম রোকেয়া, রোকেয়া সাখাওয়াত, ফজিলাতুন্নেছা মুজিব, প্রীতিলতাসহ শ্রদ্ধাভাজন নারীদের আমাদের সম্মান জানাতে হবে।

আমাদের দেশের নারীরা আগে অনেক পিছিয়ে পড়লেও এখন তাঁরা এগিয়ে যাচ্ছে। রাজনীতি, খেলাধুলা, বিমান চালানো থেকে থেকে শুরু করে প্রতিটি খাতে তারা ঈর্ষনীয় সাফল্য অর্জন করছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অনির্বাণ নারী সেল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও এলাকার কৃতি সন্তান তপন কান্তি ঘোষ উপরোক্ত কথাগুলো বলেন।

শুক্রবার সন্ধ্যায় নারী সেলের সভাপতি কবরী রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অনির্বাণ লাইব্রেরীর অন্যতম প্রতিষ্ঠাতা এলাকার কৃতি সন্তান ডি আই জি জয়দেব কুমার ভদ্র, খুলনা জেলা পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান, পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার জনাব মুহাম্মদ আল আমিন, পাইকগাছা সার্কেল এসপি জনাব সাইফুল ইসলাম, পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুর রহমান, লাইব্রেরীর উপদেষ্টা জনাব হাসান বশির, সাবেক প্রধান শিক্ষক গনেশ ভট্টাচার্য, লাইব্রেরীর সভাপতি রহিমা আখতার শম্পা প্রমূখ। সভার সঞ্চালক ছিলেন লাইব্রেরীর সাঃ সম্পাদক প্রভাত দেবনাথ। আলোচনা সভা শেষে অনির্বাণ সাংস্কৃতিক একাডেমির পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত