Monday, May 6, 2024

অভয়নগরে মুরাদ হত্যা মামলার আসামী বাবুল আটক

- Advertisement -

বিশেষ প্রতিনিধি: অভয়নগরে যুবলীগ নেতা মুরাদ হোসেন (৩০) হত্যাকান্ডের ৫ দিন পর এজাহারভুক্ত আসামী বাবুল আক্তারকে আটক করেছে থানা পুলিশ। বুধবার মধ্যে রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। বাবুল আক্তার উপজেলার নওয়াপাড়া গ্রামের তরফদারপাড়া এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে। তাকে বৃহস্পতিবার বেলা ১১ টার সময় যশোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম বলেন,  অভিযান অব্যাহত আছে বাকী আসামিদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।

সম্প্রতি যুবরীগ নেতা মুরাদকে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে গত মঙ্গলবার রাতে নিহত মুরাদের বোন লিলি বেগম বাদী হয়ে অভয়নগর থানায় হত্যা মামলা দয়ের করেন। মামলায় স্থানীয় ওবেদ ফারাজীর ছেলে শাহীন ফারাজীকে প্রধান আসামী করা হয়েছে। এছাড়া অন্যান্য আসামীরা হলেন আনোয়ার হোসেনের ছেলে কেএম আলী, জলিল শেখের ছেলে ও নওয়াপাড়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস সালাম শেখ ও তার ভাই আলমগীর শেখ, মৃত বারিক শেখের ছেলে আজিম শেখ,পীর মোহাম্মদের ছেলে রিপন গাজী,মৃত আব্দুর রহিমের ছেলে বিল্লাল হোসেন,মৃত আব্দুল মজিদ খাঁ এর ছেলে রুহুল আমিন খাঁ, লতিফ মিনার ছেলে রাসেল মিনা।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত