Sunday, April 28, 2024

চৌগাছায় পৃথক দুর্ঘটনায় ২জনের মৃত্যু

- Advertisement -

শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় পৃথক দুর্ঘটনায় বায়োজিদ (১৮) ও নাসরিন আক্তার (৪৫) নামের ২জনের মৃত্যু হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার জগদীশপুর ইউনিয়নের মাড়ুয়া গ্রাম ও বিকাল ৫টার দিকে হাকিমপুরের বকশিপুর গ্রামে পৃথক এই দুর্ঘটনা ঘটে।  নিহত বায়োজিদ উপজেলার জগদীশপুর ইউনিয়নের মাড়ুয়া গ্রামের মুক্তার আলীর ছেলে ও নাসরিন আক্তার হলেন উপজেলার নারায়নপুর ইউনিয়নের বাসিন্দা মহিউদ্দীনের স্ত্রী। নিহত বায়োজিদের চাচা বাবুল হোসেন জানান, “বায়োজিদ এর আগে আলমসাধু গাড়ী চালাতো। একটি সড়ক দুর্ঘটনার কারনে রীতিমতো মানসিক রোগী হয়ে যায় সে। যেকারনে বেকার ঘুড়ে বেড়াতে হচ্ছিল বেশকয়েকদিন। এ নিয়ে সোমবার মা বকাবকি করে বাড়ির বাইরে গেলে কিছুক্ষন পর নিজ ঘরের বাশের আড়ার সাথে চাদর পেচিয়ে আত্মহত্যা চেষ্টা করে বায়োজিদ। এরপর তার মা ঘরের দরজা বন্ধ পেয়ে দরজা খুলে তার ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করে এবং প্রতিবেশীদের সহায়তায় তাকে হাসপাতালে নিয়ে আসে।” হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ শামসুজ্জামান সোহাগ বলেন, হাসপাতালে পৌছানোর পূর্বে বায়োজিদের মৃত্যু হয়েছে। এদিকে এ ঘটনার দেড় ঘন্টা পরে ধান মাড়াই করা মেশিনে চাপা পড়ে মারা গেছে নাসরিন আক্তার নামের আরও একজন নারী। ঘটনার বিবরনে জানা যায়, দেবিপুর বাজার থেকে নিজ বাড়ি ফেরার জন্য গাড়ি পাচ্ছিলেন না নাসরিন আক্তার আখি। এমন সময় মামাতো ভাই জামির আলীর ধান মাড়াই করা মেশিন গাড়ি দেখতে পেয়ে তাকে নিয়ে যাওয়ার অনুরোধ করেন নাসরিন। জানা গেছে, তার মামাতো ভাই প্রথমে নিতে চাচ্ছিলো না গাড়িতে। অনেক অনুরোধ করায় গাটির টুল বক্সের ওপর বসিয়ে নিয়ে যাওয়ার পথে আরকে ব্রিকসের সামনে এসে পৌছালে নাসরিন গাড়ি থেকে পড়ে যায় ও ওই গাড়ির চাকার নিচেই তার মুখ পড়ে। এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী দুর্ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করেছেন।

রাতদিন ডেক্স/জয়-৫

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত