Friday, May 10, 2024

ভূমিকম্পে কেঁপে উঠল লেহ-লাদাখ থেকে জম্মু-কাশ্মীর

- Advertisement -

ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের জম্মু-কাশ্মীর ও লাদাখ-লেহ অঞ্চল। ঘণ্টা তিনেকের ব্যবধানে দুটি ভূমিকম্প আঘাত হেনেছে ভারতে।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৪টা ৩৩ মিনিট নাগাদ ভূমিকম্পে কেঁপে ওঠে লাদাখের লেহ অঞ্চল। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্যমতে, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪ দশমিক ৫। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূ-পৃষ্ঠের ৫ কিলোমিটার গভীরে।

লেহ ও লাদাখের মাত্র ঘণ্টা তিনেক আগে সোমবার গভীর রাতে কেঁপে উঠেছিল জম্মু ও কাশ্মীর। সোমবার রাত ১টা ১০ মিনিট নাগাদ কাশ্মীরের কিস্তোয়ার জেলায় কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ওই কম্পনের তীব্রতা ছিল ৩ দশমিক ৭ এবং উৎসস্থল ছিল ভূ-পৃষ্ঠের ৫ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের দুটি ঘটনায় এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ভারতে বছরের এই সময়টায় জম্মু-কাশ্মীর, লেহ-লাদাখে প্রচুর পর্যটক বেড়াতে যান। উভয় অঞ্চলে ভূমিকম্পের ঘটনায় মানুষজনের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

 

-অনলাইন ডেস্ক

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত