Sunday, April 28, 2024

ড্রাগন ফল নিয়ে অপপ্রচার করা ইউটিউবারদের শাস্তি দাবি

- Advertisement -

ড্রাগন ফল নিয়ে অপপ্রচারকারী ইউটিউবারদের শাস্তির দাবিতে চুয়াডাঙ্গার জীবননগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় জীবননগর বাসস্ট্যান্ডে মুক্তমঞ্চের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া ও যশোর জেলার ড্রাগন ফল চাষিরা মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমরা মানুষের জন্য এসব ফল উৎপাদন করি। আমরা যেসব ওষুধ ব্যবহার করি, সেগুলো যদি মানুষের দেহের জন্য ক্ষতিকর হয়, তাহলে কৃষি বিভাগ অথবা স্বাস্থ্য বিভাগ থেকে আমাদের বলুক। কোন ওষুধ আমরা ব্যবহার করবো তা আমাদের জানাক, আমরা সেগুলো ব্যবহার করবো। ইউটিউবাররা তো বিশেষজ্ঞ না, তারা কীভাবে বলতে পারে, ড্রাগন ফলে যেসব টনিক ব্যবহার করি, সেগুলো দেহের জন্য ক্ষতিকর।’

তারা আরেও বলেন, ‘ভারতীয় যে হরমোনের কথা বলা হচ্ছে, আমরা সেই হরমোন বিক্রি করি না। আমরা সরকার অনুমোদিত হরমোন বিক্রি করি। এতে কোনও ক্ষতিকর উপাদান নেই। কিছু ইউটিউবার ভারতীয় হরমোনের প্রচার ও অবৈধভাবে বিক্রির জন্য এই কাজ করছে।’

মানববন্ধনে বক্তব্য দেন– জীবননগর পৌর যুবলীগের সভাপতি ও ফল চাষি শাহ আলম, শরিফুল ইসলাম ছোট বাবু, তরুণ উদ্যোক্তা রুহুল আমিন রিটন, চাষি রমজান, শিক্ষক ও চাষি বশির প্রমুখ।

 

-বিশেষ প্রতিনিধি

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত