Monday, May 6, 2024

চুয়াডাঙ্গায় আগুনে দগ্ধ হয়ে নারীর মৃত্যু

- Advertisement -

চুয়াডাঙ্গায় আগুনে দগ্ধ হয়ে রুমা খাতুন (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) ভোর ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রুমা খাতুন সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের গবরগাড়া গ্রামের মাঝেরপাড়ার জয়নাল হকের স্ত্রী।

এরআগে সোমবার সকালে গ্যাসের চুলায় পানি গরম করার সময় মাথা ঘুরে পড়ে যান রুমা খাতুন। এসময় চুলার উপর শাড়ির আচল পড়লে মুহুর্তেই সারা শরীর আগুনে দগ্ধ হয়। রুমা খাতুনের চিৎকারে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক রাজশাহী রেফার্ড করেন। আজ ভোরে তার মৃত্যু হয়।

ইউপি সদস্য ফারুক মিয়া জানান, সকালে পানি গরম করার সময় রুমা খাতুনের খিচুনি (মৃগীরোগ) হলে মাথা ঘুরে পড়ে যান। এসময় তার কাপড়ে আগুন ধরে সারা শরীর দগ্ধ হন। সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাজশাহী মেডিকেল বার্ণ ইউনিটে পাঠান। সেখানেই আজ ভোরে তার মৃত্যু হয়। তিনি তিন সন্তানের জননী ছিলেন। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

-চুয়াডাঙ্গা প্রতিনিধি

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত