Sunday, April 28, 2024

নড়াইলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

- Advertisement -

নড়াইল প্রতিনিধি ।। নড়াইলে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ শুরু হয়েছে। বোরো ধানের উচ্চ ফলনশীল (উফশী) ও হাইব্রিড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এসব বীজ ও সার বিতরণ করা হচ্ছে। এ কর্মসূচির আওতায় সদর উপজেলার ৬ হাজার কৃষকের মাঝে জন প্রতি ৫ কেজি উফশী জাতের আমন ধানের বীজ, ১০কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার এবং ৩ হাজার ৬শ’ জন কৃষকের মাঝে জনপ্রতি ২কেজি হাইব্রিড জাতের বোরো ধানের বীজ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। সোমবার (২০ নভেম্বর) সকালে সদর উপজেলা চত্বরে চত্বরে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক কৃষিবিদ দীপক কুমার রায়। সদর উপজেলা কৃষি বিভাগের আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ এনামুল হক, সদর উপজেলা কৃষি অফিসার মোঃ রোকনুজ্জামান সহ অনেকে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক দীপক কুমার রায়, জানান, নড়াইল সদর উপজেলায় কৃষি প্রণোদনা বিতরণের মাধ্যমে কার্যক্রম শুরু হয়েছে। নড়াইল সদরের পাশাপাশি লোহাগড়া ও কালিয়া উপজেলার কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হবে।

রাতদিন ডেস্ক/জয়-১৪

 

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত