Sunday, April 28, 2024

আজ কালীপূজা ও দীপাবলি

- Advertisement -

সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব কালীপূজা বা শ্যামাপূজা আজ। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সাধারণত এই পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। হিসেব অনুযায়ী আজ রোববার (১২ নভেম্বর) অনুষ্ঠিত হবে হিন্দু ধর্মাবলম্বীদের এই ধর্মীয় উৎসবটি।

হিন্দু পূরাণ মতে কালী দেবী দুর্গারই একটি শক্তি। সংস্কৃত ভাষার ‘কাল’ শব্দ থেকে কালী নামের উৎপত্তি।

পঞ্জিকা মতে, দুর্গাপূজার পরের কৃষ্ণপক্ষের অমাবশ্যা তিথিতে এই পূজা হয়ে থাকে। সেই অনুযায়ী, আজ বেলা ২টা ১৩ মিনিট থেকে পরদিন রাত ২টা ২৬ মিনিট পর্যন্ত তিথি বিরাজমান থাকবে। অসুরের অত্যাচার থেকে ভক্তের মুক্তির বার্তা নিয়ে আগমন ঘটে দেবী কালীর।

কালীপূজার দিন হিন্দু সম্প্রদায় সন্ধ্যায় তাদের বাড়িতে ও শ্মশানে প্রদীপ প্রজ্বলন করে স্বর্গীয় পিতা-মাতা ও আত্মীয়স্বজনদের স্মরণ করে। এটিকে বলা হয় দীপাবলি।

পূজা উপলক্ষ্যে প্রতিটি মন্দিরকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। প্রশাসনের পক্ষ থেকেও নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা।

রাতদিন ডেস্ক/জয়-০৯

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত