Tuesday, April 30, 2024

বাঘারপাড়ার গোচর মাঠে প্রীতি ফুটবল খেলায় সমতা

- Advertisement -

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা : বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের বাকড়ী স্কুল মাঠে (গোচর) প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। এলাকার সাবেক ফুটবল খেলোয়াড়রা এ খেলায় অংশগ্রহণ করেন। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এ খেলার আয়োজন করে শেকড় এগারোখান।

৫০মিনিটের এ প্রীতি ফুটবল খেলায় সাবেক খেলোয়াড়রা দুইভাগে ভাগ হয়ে অংশ নেন। সাবেক খেলোয়দের অনেকেই ব্যাংকার বা শিক্ষকতা পেশা শেষ করে নিজ কর্মস্থল থেকে অবসর নিয়েছেন। সাবেকদের অনেকেই দুর্গা পূজার ছুটিতে এসে একটু আনন্দ পেতে এ খেলা অংশ নিয়েছেন। তাদের মধ্যে আছেন স্কুল কলেজের শিক্ষক, কৃষি অফিসার ও এনজিও কর্মকর্তা।

খেলার দ্বিতীয়ার্ধে বিশিষ্ট গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক নিকুঞ্জ বিহারী গোলদার মাঠে উপস্থিত হলে সাবেক খেলোয়াড়রা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। খেলার শেষ মিনিটেও গোলশূন্য ড্র হলে রেফারী সাবেক খেলোয়াড় বিধান চন্দ্র রায় টাইব্রেকারের সিদ্ধান্ত নেন। এতেও দুইদল ৫টি করে গোল করলে রেফারী উভয় দলকে বিজয়ী ঘোষণা করেন।

খেলায় অংশ নেওয়া উল্লেখযোগ্যদের মধ্যে আছেন সাবেক ব্যাংকার দুলাল চন্দ্র বিশ্বাস, সাবেক স্কুল শিক্ষক অশ্বিনী কুমার দাস, উজ্জ্বল বিশ্বাস (বাবু), কৃষ্ণ পদ বিশ্বাস, সুভাষ ঘোষাল, এনজিও কর্মকর্তা স্বপন অধিকারী, শুধাংশু সরকার, সহকারী অধ্যাপক বিপ্লব সেন, প্রদীপ বিশ্বাস, শিক্ষক মৃনাল রায়, কৃষিবিদ বাদল বিশ্বাস, বাপ্পা বিশ্বাস, কৃষ্ণ পদ ধর, নিরান বিশ্বাস, বিমল বিশ্বাস, বঙ্কিম ভৌমিক প্রমুখ।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত