Sunday, April 28, 2024

বেলুর মঠের আদলে সেজেছে কপিলমুনির পূর্বপাড়া হরিসভা পূজা মন্ডপ

- Advertisement -

শেখ খায়রুল ইসলাম,পাইকগাছা খুলনা প্রতিনিধি:-বর্ণাঢ্য সাজে সেজেছে কপিলমুনির পূর্বপাড়া হরিসভা মন্দির।বোধন হতে বিসর্জন পর্যন্ত নানা আয়োজনে সাজানো হয়েছে ভিন্ন ভিন্ন অনুষ্ঠান মালা। ২০ অক্টোবর শুক্রবার ষষ্ঠী পূজা’র মধ্যদিয়ে দূর্গতীনাশিনী দেবী দুর্গা পূজার সূচনা ২৪ অক্টোবর মঙ্গলবার বিজয় দশমীর মধ্য দিয়ে পূজার ইতি ঘটবে।এবার কপিলমুনি পূর্বপাড়া হরিসভা পূজা মন্ডপটি ভারতের অন্যতম ধর্মীয় স্থান বেলুর মঠের আদলে তৈরী করেছেন কর্তৃপক্ষ সাথে চোখ জুড়ানো লাইটিং।মন্দিরের প্যান্ডেল নজর কেড়েছে সকলের। অনেক দূর দুরান্ত থেকে দর্শনার্থীরা মন্ডপটি দেখতে আসছেন।জানাযায়, অক্লান্ত পরিশ্রম করে ইতোমধ্যে ভাস্কর চন্দন মন্ডল নিপুণ হাতের কারুকার্যে দূর্গা প্রতিমাকে পূর্ণ রুপ দিয়েছেন। শুক্রবার মহাষষ্ঠীর দিন সন্ধ্যায় উদ্বোধনী মঞ্চে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বিজয় কুমার ঘোষ।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের খুলনা জেলা শাখার সভাপতি কৃষ্ণপদ দাশ। উপস্থিত থাকবেন খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমান সাহা,সহ-সভাপতি চম্পক কুমার পাল,যুগ্ন-সাধারণ সম্পাদক সাধন কুমার ভদ্র,পাইকগাছা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধু।শনিবার মহাসপ্তমী পূজা,সন্ধ্যা আরতী,সাংস্কৃতিক সন্ধ্যা ও রামায়ণের কাহিনী অবলম্বনে সীতা হরণ নৃত্যনাট্য।রবিবার মহাঅষ্টমী পুজা অন্তে রাত্র ৯ টায় সাংস্কৃতিক সন্ধ্যা ও ভগবান শ্রীকৃষ্ণের বাল্যরুপ ও কালী রুপ দর্শন নৃত্যনাট্য।সোমবার মহানবমী পূজা ও রাত্র ৯ টায় সাংস্কৃতিক সন্ধ্যা ও মহিষাসুর মর্দিনী।মঙ্গলবার শারদীয়া দুর্গা দেবীর বিজয় দশমী পূজা অনুষ্ঠিত হবে।এরপর দেবী দুর্গার বির্সজন পর্ব অন্তে পরিসমাপ্তি ঘটবে। কপিলমুনি পূর্বপাড়া হরিসভা মন্দিরের সভাপতি জগদীশ দে বলেন,পূজায় বাড়তি মাত্রা যোগ করতে যা যা করার আমাদের পূজা কমিটির সকলের অক্লান্ত পরিশ্রম ও সহযোগীতায় সেটা করতে পেরেছি।এবার সকলের আশির্বাদ চাই।সাঃ সম্পাদক দেবাশীষ দে বলেন,এ বছর মন্ডপের প্যান্ডেলটি বাড়তি সৌন্দর্য্য এনে দিয়েছে।এছাড়া ও পূজার প্রতিটি দিনই নানান অনুষ্ঠানের আয়োজন রেখেছি।কোষাধ্যক্ষ হিমাদ্রী দে বলেন,দেবী দুর্গাকে বরণ করতে নানান কর্মসূচী রাখা হয়েছে। তবে এ বছর পূজার অনুষ্ঠানে একটু ভিন্নতা রাখা হয়েছে। চেষ্ট করেছি বর্ণিল আয়োজনে পূজা অনুষ্ঠানটি সাড়া জাগানোর।সর্বোপরি সকলের সহযোগিতা কামনা করেন।

রাতদিন ডেস্ক/জয়-০৪

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত