Wednesday, May 8, 2024

উচ্চাঙ্গ সঙ্গীতে মাগুরায় সেরা শিল্পী অদ্বিতীয়া আইচ তুলি

মাগুরায় জেলা শিক্ষা অফিস আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতায় জেলা পর্যায়ে উচ্চাঙ্গ সঙ্গীতে প্রথম স্থান অধিকার করেছেন শিল্পী অদ্বিতীয়া আইচ তুলি। গত মে মাসে মাগুরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ক গ্রুপে উচ্চঙ্গ সংগীতে প্রথমে উপজেলা ও পরে জেলা পর্যায়ে সেরা শিল্পী হিসেবে বিবেচিত হয় তুলি। সে সময় খুলনা বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করে তৃতীয় স্থান অধিকার করে তুলি। গতকাল বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে মাগুরার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তুলির হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ আব্দুল হাকিম বিশ^াস, জেলা শিক্ষা অফিসার আলমগীর হোসনসহ অন্যরা। এক প্রতিক্রিয়ায় অদ্বিতীয়া আইচ তুলি জানান, ছোটবেলায় মা খুলনা বেতারের সঙ্গীত শিল্পী ও সরকারি প্রথমিক বিদ্যালয়ের শিক্ষিকা বাসনা রায়ের কাছ থেকে সঙ্গীতের হাতেখড়ি হয়েছে। সেই থেকে পরিবারের সঙ্গীত পরিবেশে বেড়ে উঠা। মায়ের পাশাপাশি উচ্চাঙ্গ সঙ্গীতে শিল্পী সমিরন রায়, ভারতের পশ্চিমবঙ্গের প্রখ্যাত শিল্পী দেবযানি লাহিড়ীর কাছে সঙ্গীতের তালিম নিয়েছেন। করোনার কারণে পৃথিবী যখন স্থবির হয়ে পড়েছিল। সে সময় গুরুমা দেবযানি লাহিড়ী নিয়মিত অনলাইনের মাধ্যমে তাকে তালিম দিয়েছেন। এ সময় উচ্চাঙ্গ সঙ্গীতের পাশাপাশি রবীন্দ্র, নজরুল, আধুনিক, ভজন, লোকগীতিসহ বিভিন্ন গান তিনি গেয়ে থাকেন। লেখাপড়ার পাশাপাশি সংগীত নিয়ে অনেকদুর যেতে চায় তুলি। প্রসঙ্গত বাবা মাগুরার সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রূপক আইচ এর কথা উল্লেখ করে তুলি বলেন, বাবা আমার লেখাপড়ার পাশাপাশি সংগীত, বিতর্কচর্চাসহ বিভিন্ন ভাল কাজে অংশগ্রহণ করতে উৎসাহিত করে। আমি যেন সবার আশা আকাংখার মান রাখতে পারি এই দোয়া করবেন সকলে।
তাছিন জামান, মাগুরা প্রতিনিধি
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত