Sunday, April 28, 2024

বাঘারপাড়া থানা পুলিশের আয়োজনে ”ওপেন হাউজ ডে’’ পালিত

বাঘারপাড়া (যশোর) থেকে আজম খানঃ যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদ্দার বলেছেন, মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডের সাথে সম্পৃক্ত কাউকে ছাড় দেয়া হবে না। অভিযোগ প্রমাণিত হলেই কঠোর শাস্তির আওতায় আনা হবে। একইসাথে পুলিশের কোনো সদস্য দুর্নীতির সাথে জড়িত হলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনগনের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সবসময় প্রস্তুত রয়েছে।
বুধবার সকালে যশোরের বাঘারপাড়া থানা পুলিশের আয়োজনে ’ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বাঘারপাড়াসহ সমগ্র জেলায় মাদকের গডফাদারদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। কমিউনিটি পুলিশ ও বিট পুলিশিং এর মাধ্যমে জনগণ সহজেই সেবা পাচ্ছে। পুলিশ জনগণের বন্ধু হয়ে সর্বদা কাজ করবে। এসব অবদান বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সাধারণ জনগণ যাতে কোনো পুলিশ সদস্য দ্বারা হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রেখে পুলিশ সদস্যদের কাজ করার আহ্বান জানান তিনি।
থানা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফিরোজ উদ্দীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) মুকিত সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভিন সাথী, উপজেলা নির্বাহী অফিসার আ ন ম আবুজার গিফারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা হাসান আলী, , পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু প্রমুখ। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন এস আই রাজ কিশোর পাল।
- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত